গ্রামীণফোন বিল-পে সেবার মাধ্যমে গ্রামীণফোনের গ্রাহকরা ছাড়াও অন্য অপারেটর ব্যবহারকারীরা, এমনকি যাদের মোবাইল নেই তারাও বিল পরিশোধ করতে পারবে। গ্রামীণফোন গ্রাহকদের ১২০০ নম্বরে একটি এসএমএস পাঠিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশনের মাধ্যমে যে অ্যাকাউন্ট তৈরি হবে সেই অ্যাকাউন্টের মাধ্যমে গ্রাহক যখন খুশি তখনই বিল পরিশোধ করতে পারবে। এ সুবিধা প্রদানের জন্য সারা দেশের বিভিন্ন অঞ্চলে গ্রামীণফোন বিল-পে/মোবিক্যাশ আউটলেট স্থাপন করা হয়েছে। অন্য অপারেটরের গ্রাহকরা এবং যাদের মোবাইল নেই তারা বিলের কাগজ নিয়ে বিল-পে/মোবিক্যাশ আউটলেটে গিয়ে বিল পরিশোধ করতে পারবে। বিল পরিশোধের সঙ্গে সঙ্গে গ্রহণ নিশ্চিত করতে ফিরতি এসএমএস চলে আসে। এ ছাড়া বিল-পে কল সেন্টারে ফোন করে বিল পরিশোধের বিষয়ে নিশ্চিত হওয়া যায়। এ জন্য যেকোনো জিপি নম্বর থেকে ১২০০ এবং অন্য অপারেটর থেকে ০১৭xxxxx নম্বরে ফোন করে নিশ্চিত হওয়া যায়। নিজ মোবাইলে বিল পরিশোধ করলে *৭৭৭# নম্বরে ডায়াল করলেই তথ্য পাওয়া যায়। এর জন্য কোনো চার্জও লাগে না। গ্রাহকদের সুবিধার জন্য দেশের প্রতিটি এলাকাতেই গ্রামীণফোন বিল-পে/মোবিক্যাশ আউটলেট স্থাপন করা হয়েছে

Friday, April 15, 2016





« Back